বাঘায় আগুনে পুড়ে মরলো ষাট হাজার টাকার গরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩; সময়: ৬:৪৯ pm |
বাঘায় আগুনে পুড়ে মরলো ষাট হাজার টাকার গরু

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডের ঘটনায় দিনমজুর রবি বিশ্বাসের ষাট হাজার টাকা দামের একটি গরু মারা গেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরের বাঘা পৌরসভার কলিগ্রামে চুলায় রান্নার আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রবি বিশ্বাসের স্ত্রী রঙ্গিলা বেগম দুপুরে গরুর ঘরের পাশে চুলায় রান্না করছিল। সেখান থেকে বাড়ির বাইরে কাজে গেলে, চুলার সেই আগুন প্রথমে গরুর ঘরে ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের শয়ন কক্ষের আসবাবপত্র পুড়ে যায় । স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও গোয়ালে রাখা ৬০ হাজার টাকা মূল্যে গরুটি বাঁচাতে পারেনি।

বাড়ির মালিক রবি বিশ্বাসের দাবি সব মিলে তার ১লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এর সত্যতা নিশ্চিত করে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার জানান, বিষয়টি অবগত হয়েছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে