দেশের সার্বিক পরিস্থিতির আলোকে ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩; সময়: ৫:১৯ অপরাহ্ণ |
দেশের সার্বিক পরিস্থিতির আলোকে ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগ বর্তমানের দেশের সার্বিক পরিস্থিতির আলোকে ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ এর আয়োজনে চেম্বারে ভবনের অডিটোরিয়ামে জেলার সকল ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাদের সাথে মত বিনিময় সভা করেন ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক ও নওগাঁ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

এসময় এফবিসিসিআই পরিচালক বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের গ্রাহকদের তাদের আস্থা ও বিশ্বাস মজবুত করতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এক সাথে কাজ করে যেতে হবে। কোন ব্যাংক থেকে নতুন কোন উদ্যোগতা ব্যাবসার পরিধি বৃদ্ধির করার লক্ষ্যে কোন ঋণ গ্রহন করার জন্য কোন সহযোগিতার প্রয়োজন হয়ে থাকে তবে তার যাচাই বাছাই করে তার জন্য এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের নির্দেশনায় সকল সহযোগিতা করা হয়ে থাকে। এছাড়াও নতুন নতুন উদ্যোক্তাদের সহযোগিতার ক্ষেত্রে এফবিসিসিআই সব সময় ব্যাংকারদের সাথে কাজ করে যাবে বলে জানান এফবিসিসিআই পরিচালক।

নওগাঁ চেম্বারের পরিচালক মোতাহার হোসেন এর সঞ্চালনায় সোনালী ব্যাংক নওগাঁ শাখার এজিএম আজমল হোসেন, মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখার হেড অফ ব্রাঞ্চ আব্দুল্লাহ আল মাহামুদ, চেম্বারের পরিচালক আলহাজ্ব এম এ খালেক সহ জেলার সরকারি ও বে-সরকারি ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে