সিরাজগঞ্জের বেলকুচি, কামারখন্দ ও শাহজাদপুরে বিধবাসহ মরাদেহ উদ্ধার ৩

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩; সময়: ৫:০৮ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক ঘটনায় বেলকুচি, কামারখন্দ ও শাহজাদপুর হতে বিধবা সহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো বেলকুচি উপজেলার মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলাম (২২), কামারখন্দ থানার কর্ণসূতি গ্রামের মৃত তফাজ্জল মন্ডলের মেয়ে ছালেকা খাতুন (৫০) এবং শাহজাদপুর পৌর এলাকার চালা মহল্লার ইছহাক আলীর পালিত পুত্র ছাদ্দাম হোসেন (২৭)। এর মধ্যে মনিরুলকে জবাই করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন ও নিহতের পরিবার জানান, মনিরুল ইসলাম সোমবার সন্ধ্যায় বাড়ি হতে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার সকালে মুলকান্দি চরে তার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরে গিয়ে পুলিশ তা উদ্ধার করে। পুলিশ ধারনা করছে পরিকল্পিত ভাবে তাকে সন্ত্রাসীরা হত্যা করেছে।

অপরদিকে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, মঙ্গলবার সকালে বাড়িতে ছালেকা খাতুনের লাশ গলায় রশি দিয়ে ঝুলে থাকাবস্থায় খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হতাশার কারণে ওই বিধবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

অপর ঘটনায় শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, মঙ্গলবার সকালে ছাদ্দাম হোসেনের লাশ শাহজাদপুর থানার মশিপুরে রাজ্জাক ব্যাপারীর বাড়ির কাঁঠাল গাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ ময়নাতদন্তের পর মৃতের কারণ জানা যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে