মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩; সময়: ৪:৫৮ অপরাহ্ণ |
মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পুকুর মালিক আব্দুল সাত্তার বাদী হয়ে সোমবার রাতে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানায়, সগুনা গোপালপুর গ্রামের মৃত কহর উদ্দিনের ছেলে আব্দুল সাত্তার পৈত্রিকসূত্রে পাপ্ত হয়ে খোশালপুর পূর্বপাড়ায় প্রায় ২ একর পুকুরে মাছ চাষ করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে খোশালপুর গ্রামের গফুর খাঁর ছেলে শফিকুল ইসলাম, মৃত কবেজ খাঁর ছেলে গফুর খাঁ, মৃত ডান্ডারুর ছেলে রফিকুল ইসলাম, এজাদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম মিলে গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উক্ত পুকুরে কীটনাশক (বিষ) প্রয়োগ করে।

এ সময় তাদেরকে বিষ প্রয়োগের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়-ভীতি দেখায়। এতে ওই পুকুরে থাকা প্রায় আড়াই লাখ টাকার মাছ মারা যায়।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় দুটি পৃথক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে