হাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নবীন বরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩; সময়: ৫:০১ অপরাহ্ণ |
হাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নবীন বরণ

পদ্মাটাইমস ডেস্ক : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ ভবনে এই নবীনবরণের আয়োজন করা হয়। এসময় বিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় অডিটোরিয়াম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা তোমার জীবনের একটি সোনালি সময়ে উপনীত হয়েছ। এই সময়ের পরিশ্রমই তোমাদের ভবিষ্যতের পথ দেখাবে।

শুধু পরিমাণগত লক্ষ্য তথা সিজিপিএ এর প্রতি খেয়াল রাখলে হবে না, গুণগত লক্ষ্য তথা একজন সৎ এবং মানবীয় মানুষ হিসেবে নিজকে গড়ে তুলতে হবে।

পাঠ্যবইয়ের বাইরেও উন্নত বিশ্বের সব উপকরণ ব্যবহারে পারদর্শী হতে হবে এবং একজন স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম পদার্পনের এই দিনটি নবীন শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় দিন।

নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতির সঙ্গে একাডেমিক পরীক্ষায় ভালো করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে একজন আলোকিত মানুষ হয়ে বের হয়ে, তা ছড়িয়ে দিতে হবে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাইফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. ইমরান পারভেজ।

এছাড়া বিজ্ঞান অনুষদের গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিসখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিজ্ঞান অনুষদের ডীন ড. সৈয়দা জাহানারা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রতিটি বিভাগের চেয়ারম্যানসহ অতিথিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে