শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুনে, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩; সময়: ১২:৩৪ pm |
শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুনে, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর শ্যামপুরে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২৪ মিনিটে চাদনী টেক্সটাইল মিলসে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ মিয়া। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিভে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

আগুন লাগার পর ওই এলাকার সড়কটি দিয়ে যান চলাচল বিঘ্নিত ঘটছে। আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়েছে। পুলিশ উৎসুক জনতাকে সরাতে তৎপরতা চালাচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে