আ.লীগ নেতার মেয়ে বলে কথা…

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩; সময়: ১১:৩৭ অপরাহ্ণ |
আ.লীগ নেতার মেয়ে বলে কথা…

নিজস্ব প্রতিবেদক : পাবনা চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হামিদের মেয়ে এবং ছেলে তারা। তারা টিকিট কাটেন আব্দুলপুর পর্যন্ত। তাদের কাছে চাটমোহর পর্যন্ত কোনো টিকিট ছিলো না। এ অবস্থায় টিকিট চেক করতে গেলে উল্টো পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম এবং নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়ে তাদের লাঞ্ছিত করেন ওই নারী।

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী-ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে। ওই নারী যাত্রী জিএমকে রীতিমতো ধাক্কা দেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এক পর্যায়ে ট্রেনটি পাবনার চাটমোহরে পৌঁছালে ওই নারী যাত্রী এবং তার ভাই মিজানুর রহমান নাম দ্রুত ট্রেন থেকে নেমে সটকে পড়েন।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা এক্মপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন ওই নারীসহ তার ভাই মিজানুর রহমান। তাদের আচরণ ছিল খুবই অধত্যপূর্ণ। তারা দুজন মিলে নাটোরের আব্দুলপুর পর্যন্ত টিকিট কাটেন। কিন্তু নামতে চান পাবনার চাটমোহরে স্টেশনে।

সেই হিসেবে জরিমানাসহ দুজনের টিকিটের দাম আসে ২৯০ টাকা। এটি জিএমসহ রেলওয়ে কর্মকর্তারা আদায় করতে চাইলে ওই নারী ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ওই নারী এবং তার সঙ্গে থাকা রাজশাহী জুটমিলে কর্মকর্তা পরিচয় দানকারী মিজানুর রহমানের এক ব্যক্তি জিএম’র ওপর চড়াও হন এবং ধাক্কা দেন। এসময় রেলের নিরাপত্তাকর্মীরা জিএমকে রক্ষা করেন। পরে ট্রেনটি চাটমোহর স্টেশনে যাওয়া মাত্রই ওরা দুইজন সটকে পড়ে।

রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, আব্দুল হামিদ পরে ফোন করে করে আমার কাছে ক্ষমা চেয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে