সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারাদন্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩; সময়: ৬:৫৯ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদী হতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপড়ী গ্রামের যমুনা নদীতে নৌ পুলিশের অভিযান শেষে আটককৃতদের এ কারাদন্ড দেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার।

দন্ডপ্রাপ্তরা হলো নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর চেলারচর গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে সেলিম (৪৭), নোয়াখালী উপজেলার পশ্চিম মহদরি গ্রামের মৃত ওয়াদুদের ছেলে আব্দুর রহিম (৪৬)।

স্থানীয় ইয়াসিন আলী জানান, প্রভাবশালী ব্যক্তিদের মদদে বেলকুচির বড়ধুল ইউনিয়নের ইউপি সদস্য জিন্নাহ মোল্লা, চৌহালীর সদিয়া চাঁদপুরে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জাহিদের ভাই রহুল, ইউপি সদস্য লাল মিয়া সহ একটি বালু দুস্য স্বশস্ত্র মাদকাশক্ত সন্ত্রাসী চক্র প্রভাব খাটিয়ে যমুনার তীর থেকে থেকে দীর্ঘদিন ধরে জ্রেজার দিয়ে বালু তুলে ভাল্কহেড দিয়ে বিভিন্ন যায়গাতে বিক্রি করছে। এদের অত্যাচারে আমাদের বসতি জমি নদী গর্ভে চলে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপড়ী গ্রামে যমুনা নদী এলাকায় ড্রেজার দিয়ে কিছু দুষ্কৃতিকারীরা বালু উত্তোলন করছে। এ সময় নৌ পুলিশের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনের অবস্থায় ২ জনকে আটক করা হয়।

এরপর বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আওতায় এনে তাদের ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজলাতে ড্রেজারমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে