মহাদেবপুরে স্থাপনা উল্লেখ না করেই ভূমি অধিগ্রহণের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩; সময়: ২:৫৪ অপরাহ্ণ |
মহাদেবপুরে স্থাপনা উল্লেখ না করেই ভূমি অধিগ্রহণের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে শিবগঞ্জ-গোপীনাথপুর মৌজায় আত্রাই নদীর উপর ২৬২ মিটার চেইনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ এলাকায় ইটের তৈরি স্থাপনা ৬টি ঘর উল্লেখ না করেই জমি অধিগ্রহণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মো. জমির উদ্দীন জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামচরণপুর গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র মো. জমির উদ্দিনের গুপিনাথ পুর মৌজায় অবস্থিত ৬ শতক জমির উপর ইটের তৈরি ৬টি ঘর রয়েছে। উক্ত এলাকায় আত্রাই নদীর উপর সেতু নির্মাণ হওয়ায় উক্ত জমিটি সেতু সংযোগ সড়কের মধ্যে পড়ে যায়। এজন্য ভূমি অধিগ্রহন শাখা হতে উক্ত সম্পত্তি অধিগ্রহণের জন্য ৭ ধারায় নোটিশ প্রদান করেন। কিন্তু তারা জমি অধিগ্রহণ করতে চাইলেও সেখানে অবস্থিত স্থাপনার উল্লেখ করেননি।

এ বিষয়ে গত ২১ ডিমেস্বর ভূমি অধিগ্রহণ শাখায় স্থাপনাসহ ভূমি অধিগ্রহণের আবেদন করলেও কর্মকর্তাদের গড়িমশির কারণে এখন পর্যন্ত স্থাপনা উল্লেখ করা হয়নি। তাই সরেজমিন তদন্তপূর্বক স্থাপনাসহ ভূমি অধিগ্রহণের অনুরোধ জানান ভুক্তভোগী মো. জমির উদ্দিন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে