রাজশাহীতে দর কষাকষি করে ঘুস নেয়া ভূমি কর্মকর্তাকে বদলি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩; সময়: ১০:৪১ pm |
খবর > রাজশাহী / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দর কষাকষি করে প্রকাশ্যে ঘুস নেওয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক সাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।
এর আগে ‘ঘুস ছাড়া কাগজ দেন না ভূমি কর্মকর্তা’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যা জেলা প্রশাসকের নজরে আসে।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাজশাহীর বড়কুঠি মহানগর ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মিজানুর রহমানের প্রকাশ্যে ঘুস নেওয়ার একটি ভিডিও নজরে আসে। এরপর বৃহস্পতিবারই তাকে রাজশাহীর বাগমারা উপজেলায় বদলি করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত চলছে। বোয়ালিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়া এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।