চাঁপাইনবাবগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের মামলায় একজন গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের মামলায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের ওয়ালটন মোড়স্ত বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়, জেলা শাখার-সামনে রাস্তার উপর ও ১৫ নং ওয়ার্ডের ম্যাথরপাড়া মোড়ে গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ টা ও রাত পৌণে ৯ টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ম্যাথরপাড়া মোড়ে ককটেল বিস্ফোরণে ইব্রাহিম নামে এক যুবক আহত হয়। শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বন্ধ হয়ে যায় দোকানপাট। ওয়ালটন মোড়, গাবতলা, পাঠানপাড়া, কলোনি পাড়া, ম্যাথরপাড়া, বড় ইন্দারা মোড়, নিমতলা ফাঁকা হয়ে যায়। তাছাড়া ওয়ালটন মোড়ে ককটেল বিস্ফোরণে কেউ আহত হয়নি।

ককটেল বিস্ফোরণ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মাহফুজুল হক চৌধুরী পিপিএম। তিনি জানান, শহরে কোন প্রকার মারামারি, বিশৃঙ্খলা সৃষ্টি মেনে নেবে না পুলিশ। কিশোর গ্যাং দমন, আগ্নেয়াস্ত্রের ব্যবহার রোধ, দেশী অস্ত্রের ব্যবহার রোধ, বিস্ফোরক দ্রব্য মজুদকারীদের কখনোই ছাড় দেয়া হবে না। জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।

মাহফুজুল হক চৌধুরী পিপিএম আরও জানান, ১ ফেব্রুয়ারী উপনির্বাচন পরবর্তী সময়ে শহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সদর মডেল থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলার পরই একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে দাউদ ইব্রাহিম (২৭)।

এদিকে ৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় ওসি তদন্ত মাহফুজুল হক চৌধুরী পিপিএম আরও জানান, বাকী আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে