সুজানগর আদর্শ কিন্ডার গার্ডেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩; সময়: ৫:৩৩ অপরাহ্ণ |
সুজানগর আদর্শ কিন্ডার গার্ডেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর পৌরসভার প্রফেসরপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আদর্শ কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয় আদর্শ কিন্ডার গার্ডেন এর কোমলমতি শিশু শিক্ষার্থীরা। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সুজানগর পৌরসভার মেয়র রোজাউল করিম রেজা।

আদর্শ কিন্ডার গার্ডেন এর প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল মনসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদার, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ আলী ও চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবাব আলী।

প্রাথমিক স্তর থেকেই প্রতিটি শিক্ষার্থীকে সঠিক আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে বলে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর পৌরসভার মেয়র রোজাউল করিম রেজা বলেন, অতীতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা যেমন ছাত্র থাকাকালীন সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন ঠিক তেমনি ভাবে যেন তোমরাও গড়ে উঠতে পারো সেই লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে।

এছাড়া প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের মুক্তিযুদ্ধ সম্পর্কে শিশু কাল থেকেই জানানোর প্রতি আহ্বানও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে