খেলাধুলা ও সাংস্কৃতিক অন্যতম অনুপ্রেরণার উৎস ছিলেন শেখ কামাল: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩; সময়: ৩:৫৩ অপরাহ্ণ |
খেলাধুলা ও সাংস্কৃতিক অন্যতম অনুপ্রেরণার উৎস ছিলেন শেখ কামাল: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, খেলাধুলা ও সাংস্কৃতির কথা বললে এবং অনুপ্রেরণার উৎস খুঁজতে গেলে যে কয়টি নাম আসবে তার মধ্যে অন্যতম শেখ কামাল। তিনি একজন মেধাবি শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের অন্যতম ক্রীড়া সংগঠক ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে যা কিছু করা সম্ভব ছিল, তা তিনি করেছেন।

শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং মশাল প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেআর ওয়াদুদ টিপুসহ স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্তার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে