ঈশ্বরদীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩; সময়: ১১:২৪ পূর্বাহ্ণ |
ঈশ্বরদীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে এবং সচেতন ব্যবসায়ী সমাজের পৃষ্ঠপোষকতায় পাবনার ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।

শুক্রবার রাত ৮টায় শুরু হওয়া এ সম্মেলন চলে রাত ১১টা পর্যন্ত। ইক্বরার সদস্য শীর্ষস্থানীয় কারীরা এবং বাংলাদেশের ছাত্ররা সম্মেলনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে উপস্থিত সুধীজনকে মুগ্ধ করেন।

জামেয়া ইছহাকিয়া মাদরাসার পরিচালক মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। সম্মেলন পরিচালনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কাউসার হোসেন ও মসজিদুল কোবার খতিব গোলাম মোর্শেদ। সম্মেলনে কোরআন তিলাওয়াত করেন বাংলাদেশের প্রধান কারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, মিশরের কারী মাহমুদ কামাল নাজ্জার, ইরানের কারী আহমাদ আবুল কাসেমী, পাকিস্তানের কারী আনোয়ারুল হাসান এবং ফিলিপাইনেরকারী নো’মান পিমবায়াবায়া।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, বিশ্বের সকল তরুণ ও যুব সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশের তরুণ বাংলাদেশের শিশুকিশোররা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যুবকদের মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াতকে জনপ্রিয় করে তোলা, কোরআন ভিত্তিক জীবন গঠনে আগ্রহ সৃষ্টি এবং এর প্রচার-প্রসারে আজকের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্বিরাত সম্মেলনে বিশ্বের বিখ্যাত ক্বারীরা অংশগ্রহণ করে এই সুমহান ও পবিত্র উদ্যোগকে সাফল্যমন্ডিত করে তুলেছেন।

এ সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ রকম আয়োজনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত, তাফসির ও হিফজ প্রতিযোগিতায় স্থানসহ সকল মর্যাদার আসন জয় করছে। তারা বাংলাদেশকে বিশ্বদরবারে গৌরবোজ্জ্বল করছে। আমি সেসব বিজয়ী সন্তান ও তাদের শিক্ষক- অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে