রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুলের মৃত্যুতে জেলা সাধারণ সম্পাদকের শোক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩; সময়: ২:৫৪ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা।
শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শোক বিবৃতিতে কাজী আব্দুল ওয়াদুদ দারা মরহুম আমানুল হাসান দুদু এর রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু শুক্রবার(৩ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।