বেসরকারি খাতে ঋণ বাড়ার গতি কমলো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩; সময়: ১১:১০ পূর্বাহ্ণ |
বেসরকারি খাতে ঋণ বাড়ার গতি কমলো

পদ্মাটাইমস ডেস্ক : ব্যাংক খাতে তারল্য সংকটের মধ্যে কমলো বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। গত ডিসেম্বর শেষে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৯ শতাংশ। আগের মাস নভেম্বরে যা ছিল ১৩ দশমিক ৯৭ শতাংশ। গত কয়েক মাসের মধ্যে ডিসেম্বরে বৃদ্ধির গতি কম।

বেসরকারি খাতের ঋণে গত আগস্টে প্রবৃদ্ধি হয় ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ, যা ছিল ৪৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর পরের চার মাস ১৪ শতাংশের কাছাকাছি ছিল। বৈদেশিক মুদ্রার সংকট সামলাতে রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে গত এক বছরে ১ লাখ ৩০ হাজার কোটি টাকার মতো উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকে। এর মধ্যে অধিকাংশ জিনিসের দর বাড়ার কারণে ঋণ চাহিদা বেড়েছে।

অনেক ব্যাংকে এখন ঋণযোগ্য তহবিলের সংকট রয়েছে। কোনো কোনো ব্যাংকে সিআরআর বা বাংলাদেশ ব্যাংকে রক্ষিতব্য বিধিবধ্য নগদ জমার ঘাটতি হচ্ছে।

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে আগামী জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ দশমিক ১০ শতাংশ। গত অর্থবছরের মুদ্রানীতিতে যা ১৪ দশমিক ৮০ শতাংশ ছিল।

তবে অর্জিত হয় ১৩ দশমিক ৬৬ শতাংশ। এর আগে ২০২০-২১ অর্থবছরেও একই প্রাক্কলন থাকলেও ঋণ প্রবৃদ্ধি হয় মাত্র ৮ দশমিক ৩৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে বেসরকারি খাতে মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ২৬ হাজার ১৩৪ কোটি টাকা। আগের বছরের একই মাস শেষে যা ছিল ১২ লাখ ৬৩ হাজার ২৪৭ কোটি টাকা। এর মানে এক বছরে সুদসহ ঋণ বেড়েছে ১ লাখ ৬২ হাজার ৮৮৬ কোটি টাকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে