রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় যুবককে হত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩; সময়: ৪:১৮ অপরাহ্ণ |
রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে মানা করায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় নগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে।

মারা যাওয়া যুবকের নাম বিদ্যুৎ (৪৫)। পিতার নাম মৃত শমসের আলী।

যারা ছুরিকাঘাত করেছে তারা হলেন, আকাশ, নাসিম ও শুভ। সকলের বয়স ২০-২২ এর মধ্যে। এর মধ্যে নাসিম বিদ্যুৎকে ছুরির আঘাত করেছেন বলে জানা যায়। নাসিমের বাসা ছোটবনগ্রাম বারো রাস্তার মোড়ে।

এলাকাসূত্রে জানা যায়, এরা তিনজন দুপুরে বরই গাছে ঢিল মারছিল আর সেই ঢিল বাড়ির টিনে পড়ায় বাসা থেকে বের হয়ে বিদ্যুৎ ঢিল মারতে মানা করে। একপর্যায়ে দেওয়াল টপকে আকাশ ও শুভ বিদ্যুৎকে মারধর করে। পরে নাসিম ছুরি বের করে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিদ্যুৎকে রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।

চন্দ্রিমা থানার ওসি মাসুদ পারভেজ জানান, আমরা বিষয়টি জানাতে পেরে ঘটনাস্থলে যায় এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রন করি। তবে যতটুকু বুঝতে পারছি যারা বিদ্যুৎকে ছুরিকাঘাত করেছে তারা মাদকাসক্ত এবং কিশোরগ্যাংয়ের সাথে জড়িত। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সুষ্ঠ তদন্ত করে মেডিকেল রিপোর্ট পেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করবো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে