হিরো আলম শক্ত প্রতিদ্বন্দ্বীতা করে হারলেও জামানত হারিয়েছে পাঁচ প্রার্থী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩; সময়: ৩:৫৮ অপরাহ্ণ |
হিরো আলম শক্ত প্রতিদ্বন্দ্বীতা করে হারলেও জামানত হারিয়েছে পাঁচ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম শক্ত প্রতিদ্বন্দ্বীতা করে হারলেও জামানত হারিয়েছে পাঁচজন প্রার্থী। এ নির্বাচনে নয়জন প্রার্থীর মধ্যে পাঁচজন জামানত হারানোর তালিকায় রয়েছে। আইন অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে প্রদত্ত ভোট ৭৮ হাজার ৫২৪টি। এতে আট ভাগের এক ভাগ ৯ হাজার ৮শ ১৫ দশমিক ৫০ ভোট থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হতো তাঁদের। এ পাঁচ প্রার্থী সেই পরিমাণ ভোট পাননি।

জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল) ৬ হাজার ৪৪৬ ভোট, জাকের পার্টির আব্দুর রশীদ সরকার (গোলাপফুল) ৪ হাজার ৬৪ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দীন মন্ডল (ডাব) ৩ হাজার ৫৬৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (দালান) ২ হাজার ৩৯০ ভোট ও ইলিয়াস আলী (কলার ছড়ি) ৮৪৮ ভোট। আইন অনুযায়ী এই পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থীকে ২৫ হাজার টাকা করে জামানত রাখতে হয়। আইন অনুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ১১২টি কেন্দ্রে ৩ লাখ ২৮ হাজার ২৬৯ জন ভোটার ছিল। বুধবার ১ ফেব্রুয়ারি নির্বাচনে ৭৮ হাজার ৫২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল) প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছে ১৯ হাজার ৫৭১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান (ট্রাক) প্রতীকে ১০ হাজার ৭৯১ ও কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুরাল) প্রতীকে ১০ হাজার ৪৪২ ভোট পেয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে