কচুয়ায় রিয়া হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩; সময়: ২:২৭ অপরাহ্ণ |
কচুয়ায় রিয়া হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ার নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানজিনা আক্তার রিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শতশত নারী পুরুষ।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ ও এলাকার শতশত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা আকতার হোসেন মিন্টু, মা মায়া আক্তার,নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফখরে আলম মুন্সী,প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,স্থানীয় অধিবাসী আছমা বেগম,শিরীন আক্তার,শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চার মাসের অন্ত:সত্তা তানজিনা আক্তার রিয়াকে পরিকল্পিত ভাবে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে তার স্বামী উপজেলার নোয়াগাঁও গ্রামের আলমগীর ৯ জানুয়ারি রাতের কোনো এক সময়ে নিজ গৃহে আড়ার সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচারনা করে। তারা রিয়া হত্যাকারীর গ্রেপ্তার ও ফাঁসি কার্যকর করার দাবী করেন।

এদিকে নিহত রিয়ার মা মায়া আক্তার বাদী হয়ে গত ১৯ জানুয়ারি চাঁদপুরের আমলী আদালতে তানজিনা আকতার রিয়ার স্বামী আলমগীর হোসেনসহ তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। (যার নং- ৪৬)। মামলাটি কচুয়া থানায় পাঠানো হলেও পুলিশ আসামী ধরতে গড়িমসি করছে বলে মানববন্ধনে বক্তরা দাবী করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে