রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩; সময়: ১:৫৩ অপরাহ্ণ |
খবর > কৃষি
রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁয় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। জেলার মহাদেবপুর উপজেলায় হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বকাপুর মাঠে কৃষক আরেফিন বাবু’র জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে বোরো হাইব্রিড জাতের ধানের চারা রোপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসুচির উদ্ভোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের ম‍্যধ‍্যমে ১৫০ বিঘা চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, সদর ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আহমেদসহ উপকারভুগী কৃষক এবং কৃষিবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে