যন্ত্রপাতির নকশা নকলের দায়ে ইলেকট্রিশিয়ানের জেল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ৯:২৪ অপরাহ্ণ |
যন্ত্রপাতির নকশা নকলের দায়ে ইলেকট্রিশিয়ানের জেল

নিজস্ব প্রতিদেক : স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের কারখানার যন্ত্রপাতির নকশা, কাঠামো, ফ্লোচার্ট কৌশলে কপি করে নিয়ে তা অন্যত্র বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির এক ইলেকট্রিশিয়ানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ রায় ঘোষণা করেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান। দণ্ডপ্রাপ্ত কাউসার উদ্দিন (৪২) স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ইলেকট্রিশিয়ান এবং পাবনা জেলার হেমায়েতপুরের মালিগাছা গ্রামের মোকছেদ মোল্লার ছেলে।

মামলার বাদী প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স শাখার এক্সিকিউটিভ অফিসার মাসুদ হোসেন জানান, কাউসার উদ্দিন ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত অবস্থায় কম্পিউটার থেকে পণ্য তৈরির বিভিন্ন যন্ত্রপাতির নকশা, কাঠামো, ফ্লোচার্ট কপি করে নেন। এরপর সেগুলো বাইরে তৈরি করে অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে মামলা করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইসমত আরা জানান, সাজাপ্রাপ্ত কাউসার উদ্দিন বিচারকের কাছে অপরাধ স্বীকার করেছেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত বুধবার তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ মামলায় আসামির আগের হাজতবাস মূল কারাদণ্ড থেকে বাদ যাবে।

উল্লেখ্য, একই দিন পাবনার আমিনপুর থানার দক্ষিণচর এলাকার এক কিশোরীর অশ্লীল ছবি প্রচারের দায়ে দুটি ধারায় মনিরুল ইসলাম মনি ও সাগর আহাম্মদ নামে দুই যুবককে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে