জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ৫:২৬ অপরাহ্ণ |
জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম (৪৮) নামে এক নারীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ বিচারক আব্বাছ উদ্দিন এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ডিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর বিকাল সড়ে ৪টায় জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় ইজি বাইকে তল্লাশী চালায় জয়পুরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুনছুর রহমান।

এ সময় ওই ইজিবাইকে থাকা মুঞ্জুয়ারা নামক এক নারীর হাত ব্যাগের ভিতর থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাছ উদ্দিন মঞ্জুয়ারা বেগমের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, অ্যাডভোকেট উদয় কুমার সিং। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রায়হান নবী ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে