গুরুদাসপুর মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ৫:০৪ অপরাহ্ণ |
গুরুদাসপুর মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলাঞ্চলের পিছিয়ে পরা নারী উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গর্ভানিং বডির সভাপতি শ্রাবণী রায়, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবুল কালাম ,সহকারী অধ্যাপক এএইচ এম একরামুল হক, জয়নাল আবেদীন দুলাল, মায়া রানী চক্রবর্তী, মাজেম আলী মলিন, একাদশ প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী সাবেকুন্নাহার কথা, দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারজানা হক জিম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক রুহুল করিম তুহিন আব্বাসী ও প্রভাষক সেবক কুমার কুন্ডু। আলোচনার শুরুতেই দুই শতাধিক নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন কলেজের জেষ্ঠ শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের ১০জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক বনলতা। এর পর ঘন্টা ব্যাপি জমকালো সাংস্কৃতিক কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে