মহাদেবপুরে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ৪:৩৯ pm |
মহাদেবপুরে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে ধান রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার বকাপুর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ।

এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (ইনসিটু), উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি নওগাঁর আবু হোসেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে