ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লামিচানে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ৩:১১ অপরাহ্ণ |
খবর > খেলা
ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লামিচানে

পদ্মাটাইমস ডেস্ক : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। তবে কিছু দিন আগেই নেপালের আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। এবার তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (সিএএন)।

লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। অবশেষে জামিনের সঙ্গে সঙ্গে সেই নিষেধাজ্ঞা তুলে নিলো নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। এতে করে ক্রিকেটে ফিরতে তার আর কোনও বাধা রইলো না।

বিষয়টি নিশ্চিত করেছে নেপালের শীর্ষস্থানীয় গণমাধ্যম কাঠমাণ্ডু পোস্ট। এছাড়াও সিএএন বোর্ডের সদস্য বীরেন্দ্র বাহাদুর চান্দ জানিয়েছেন, পরিচালনা কমিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে লামিচানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গেল বছরের ২১ আগস্ট ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফৌজদারি কোড ২০৭৪ এর ২১৯ ধারায় গ্রেফতার করা হয় লামিচানেকে। যদিও প্রথম থেকেই লামিচানে সে অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

পরে ৬ সেপ্টেম্বর ওই কিশোরী মামলা করলে ৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু জেলা আদালত। ৬ অক্টোবর নেপালে ফিরলে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা এবং সাদা পোশাকের কর্মীরা তাকে গ্রেপ্তার করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে