মৃত্যুর খবর ছড়াতে নিজের মতো দেখতে তরুণীকে খুন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ৩:০২ অপরাহ্ণ |
মৃত্যুর খবর ছড়াতে নিজের মতো দেখতে তরুণীকে খুন

পদ্মাটাইমস ডেস্ক : নিজেকে আড়াল করতে চেয়েছিলেন শারাবান নামের এক জার্মান-ইরাকি তরুণী। নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়াতে অবিকল তার মতো চেহারার এক তরুণী ব্লগারকে হত্যা করেছেন তিনি। খুনের অভিযোগে গত আগস্টে ঐ তরুণী এবং তার বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।

বিদেশি সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এ খবর প্রকাশ করেছে।

এতদিন পর ঐ খুনের পেছনে ‘আসল উদ্দেশ্য’ প্রকাশ্যে আসতেই পড়ে গিয়েছে শোরগোল।

পুলিশ জানায়, গত আগস্টে দক্ষিণ জার্মানির বাভারিয়ায় ইঙ্গলস্টাড শহরে পার্ক করা একটি মার্সিডিজের মধ্যে এক তরুণীর দেহ পাওয়া গিয়েছিল। তার শরীরের বিভিন্ন অংশে ছুরির অজস্র আঘাত ছিল। প্রথমে তাকে শারাবান হিসেবে চিহ্নিত করেছিলেন তদন্তকারীরা।

কারণ, তার চেহারার সঙ্গে মিউনিখের ২৩ বছরের জার্মান-ইরাকি তরুণীর হুবহু সাদৃশ্য রয়েছে। দেহটি যে শারাবানের, শনাক্তকরণের সময় তেমন দাবি করেছিল তার পরিবারও। পরে তদন্তে জানা যায় আসল রহস্য।

তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য পায় জার্মান পুলিশ। তাদের ধারণা, পারিবারিক ঝামেলায় গা-ঢাকা দিতে চেয়েছিলেন ঐ তরুণী। সেজন্য নিজের মৃত্যুর খবর ছড়াতে চেয়েছিলেন।

পরিকল্পনা অনুযায়ী খুনের জন্য শিকার খুঁজছিলেন শারাবান। সামাজিক মাধ্যমে অবিকল তার চেহারার তরুণীদের প্রতিশ্রুতি দিয়ে প্রলোভনও দেখাতেন। ঐ ব্লগারের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল তার। ১৬ আগস্ট তার সঙ্গে দেখা করার কথাও পাকা করে নেন।

এরপর এক পুরুষ বন্ধুকে নিয়ে হেইলব্রনে ঐ ব্লগারের বাড়ি থেকে তাকে গাড়িতে তুলে নেন শারাবান। এর পর ইঙ্গলস্টাড দিয়ে ফেরার সময় একটি জঙ্গলে তাকে গাড়ি থেকে নামিয়ে খুন করেন। খুনের দিন সন্ধ্যা পর্যন্ত ঐ শহরেই অবস্থান করছিলেন তারা দুজন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে