চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্রে উপস্থিতি নেই ভোটারদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ১২:১৬ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্রে উপস্থিতি নেই ভোটারদের

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম। সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত কয়েকটি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে৷

গ্রীণভিউ স্কুল, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র , চাঁপাইনবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।

বেলা পৌনে ১১ টারদিকে গ্রীণভিউ স্কুল কেন্দ্রে ৯ ভাগ এবং ১১ টার দিকে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৬ ভাগ ভোট পড়েছে বলে জানা গেছে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে ১৩ ভাগ ভোট পড়েছে ।

আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল ইসলাম লিটনের পক্ষের সমর্থকরা অভিযোগ করেন, নৌকার সমর্থকরা স্লোগান দিয়ে আসছে। একমাত্র নৌকার ভোটার ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। তারা স্বচ্ছ ভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে