মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ১০:৫২ পূর্বাহ্ণ |
মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ,সাবেক পৌর মেয়র ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব এবং সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হান্নান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাবনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক পৌর মেয়র ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য ও পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, এন এ কলেজের অধ্যক্ষ(অবসরপ্রাপ্ত) আব্দুল হালিম মানিক, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল জব্বার মাষ্টার, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ রায়হান আলী মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমীর কুমার সরকার, আব্দুর রহমান মিয়া, মজিবর রহমান, আনিছুর রহমান, রবিউল হক, সাথী খাতুন, মোস্তাফিজুর রহমান, আজিজুর রহমান, ভক্তি রানী দাস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্য আলহাজ্ব জাহেদ আলী সেখ, ইউসুফ আলী প্রাং, হাতেম আলী , জনাব আলী, আবুল হোসেন, ইসহাক আলী, আব্দুস সাত্তার, গোলাম মোস্তাফা বাবু, চাঁদ আলী, মনসুর আলী, ইসমাইল উদ্দিন, আব্দুল খালেক সেকেন্দার আলী, ইকবাল হোসেন, আকতার হোসেন, আফছার আলী মোল্লা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ইসহাক আলী, দেব প্রসাদ রায়, আবু বকর সিদ্দিক, রেজাউল করিম, তাসলিমা খাতুন, এনামুল হক, মাসুদ রানা, আফরোজা পারভিন, মাহফুজা আক্তার, সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন, অফিস সহকারী জয়নুল আবেদীন, কম্পিউটার ল্যাব অপারেটর শাকিল হোসেন, অফিস স্টাফ শামীম শেখ, মানিক শেখ, হেলেনা খাতুন, হান্নান খান ও রমজান আলী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাথমিক স্তর থেকেই প্রতিটি শিক্ষার্থীকে মুজিব আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে বলে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য ও পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল বলেন, বঙ্গবন্ধু যেমন ছাত্র থাকাকালীন সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন ঠিক তেমনি ভাবে যেন তোমরাও গড়ে উঠতে পারো সেই লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ,সাবেক পৌর মেয়র ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিশু কাল থেকেই জানানোর প্রতি আহ্বান জানান।

এছাড়া একই দিনে মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে