‘পাঠান’-এর টিকিটের দাম কমানো হচ্ছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ১০:৩৬ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
‘পাঠান’-এর টিকিটের দাম কমানো হচ্ছে

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৫ জানুয়ারি ছবি মুক্তির পর প্রায় এক সপ্তাহ পেরিয়েছে। বক্স অফিসে একের পর এক নজির গড়েছে শাহরুখ খানের ‘পাঠান’। নিজের তৈরি করা রেকর্ড নিজেই ভেঙেছেন বলিউড ‘বাদশা’। এর মধ্যে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। স্থান ভেদে ২৫ শতাংশ কমতে পারে টিকিটের দাম।

মুক্তির পর ৬০০ কোটির ঘর পেরিয়েছে শাহরুখের ছবি। এখনও বড় পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন দেখতে প্রেক্ষাগৃহে লাইন রয়েছে সিনেমাপ্রেমীদের। শোনা যাচ্ছে, সেই উন্মাদনাকে ধরে রাখতেই টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত ওয়াইআরএফ কর্ণধার আদিত্য চোপড়ার।

কোভিড মহামারি ও লকডাউনের পরে মন্দা কাটিয়ে বক্স অফিস চাঙ্গা করতে সক্ষম হয়েছে শাহরুখের ‘পাঠান’। ওটিটি প্ল্যাটফর্মের বৃত্ত থেকে বের করে সাধারণ মানুষকে আবার প্রেক্ষাগৃহে আনতে পেরেছেন প্রযোজক আদিত্য চোপড়া। তবে ‘পাঠান’ নিয়ে উন্মাদনা থাকলেও পরিস্থিতি দেখে মনে হচ্ছে তা কিছুটা থিতিয়ে এসেছে। টিকিটের দাম কিছুটা কমিয়ে তা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখলে প্রেক্ষাগৃহের বাইরে আরো বেশি সংখ্যক মানুষ ভিড় করবেন, এ বিষয়টি মাথায় রেখেই টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস।

তবে সব জায়গায় সমানভাবে কমবে না টিকিটের দাম। আবার সব দিনের শোয়ের টিকিটের দামের মধ্যেও পার্থক্য থাকবে। জায়গা ও সেখানকার মানুষের চাহিদার ওপর নির্ভর করে নির্ধারিত হবে টিকিটের মূল্য। সূত্র : আনন্দবাজার অনলাইন

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে