রাজশাহীতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪৬ নির্দেশনা

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩; সময়: ১১:০৭ pm |
রাজশাহীতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ৪৬ নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক শেখ মো: রায়হান উদ্দিন। শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

বিদ্যালয় পরিচ্ছন্নতা, আগমন-প্রস্থান, মনিটরিং বোর্ড হালফিল, তথ্য সংরক্ষণ, পাঠোন্নতির বিষয় নজর দেয়া, সকল শিশুদের সমান ভাবে দেখা, শিক্ষকদের মার্জিত পোশাক পড়া সহ ৪৬টি নির্দেশনা দেন প্রধান অতিথি। এছাড়া শিশুদের নৈতিক মূল্যবোধের বিকাশ সাধনে দৈনিক সমাবেশে নীতিবাক্য পাঠ করারও পরামর্শ দেন তিনি ।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক শেখ রায়হান উদ্দিন।

উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান। সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন। শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ শফিকুর রহমানের সভাপতিত্বে বোয়ালিয়া থানার উপশহর ক্লাস্টরের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি শিক্ষকদের এসব নির্দেশনা মাফিক বিদ্যালয় পরিচালনা সহ নানা দিক নির্দেশনা প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে