বাংলাদেশের হেড কোচের দায়িত্বে হাথুরুসিংহে

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩; সময়: ৬:৪৪ অপরাহ্ণ |
খবর > খেলা
বাংলাদেশের হেড কোচের দায়িত্বে হাথুরুসিংহে

পদ্মাটাইমস ডেস্ক : রাসেল ডমিঙ্গো বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর গেল বছরের ডিসেম্বর থেকেই টাইগারদের প্রধান কোচের পদটা শূন্য। পরবর্তীতে কে বসবেন এই দায়িত্বে, এমন প্রশ্নে চাউর ছিলো ক্রিকেট পাড়া।

অবশেষে অবসান হতে যাচ্ছে অপেক্ষার। বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পাচ্ছেন টাইগারদেরই সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

যদিও হাথুরুসিংহের প্রধান কোচ হওয়ার ব্যাপারে মুখ খোলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইঙ্গিতটা পাওয়া গেছে মঙ্গলবার (৩১ জানুয়ারি)। হাথুরুসিংহে তার বর্তমান কর্মস্থল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

এর ফলে হাথুরুর বাংলাদেশে ফেরার গুঞ্জন যেন আরও জোরালো হলো। তবে কি বাংলাদেশের দায়িত্ব নিতেই সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপাড়ায়।

হাথুরুসিংহের নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। শুভ কামনা জানিয়ে তারা লিখে, ‘ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডারের সঙ্গে গত দুটি বছর চমৎকার অবদান রেখেছেন চন্ডি। তাকে চলে যেতে দেখে আমরা দুঃখিত। ‘

হাথুরু যে এবার কোনো একতা আন্তর্জাতিক দলের দায়িত্ব নিতে আচ্ছেন সেই বিষয়টাও পরিস্কার করলো দলটি। তারা আরো লিখে, ‘আমরা বুঝি তার আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের প্রবল স্পৃহার কথা এবং তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা।’

নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে। প্রথম ধাপে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন ক্লাবটির দায়িত্বে। এরপর ২০২০ সালে আবারো যোগ দেন সাউথ ওয়েলসে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে