নিয়ামতপুরে মাসিক আইন শৃংখলা সভা

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩; সময়: ৫:৩৮ অপরাহ্ণ |
নিয়ামতপুরে মাসিক আইন শৃংখলা সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ৩১ জানুয়ারী মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোসাদ্দেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম প্রমূখ।

মাসিক আইন শৃংখলা সভা ও মাসিক উপজেলা সমন্বয় সভা অজ্ঞাত কারণে এবারও উপজেলা সকল ইউনিয়ন চেয়ারম্যান বর্জন করেছে।

সভায় ট্রান্সফরমার চুরি, মিটার চুরি, সড়ক দূর্ঘটনা বিষয়ে নিয়ে উপস্থিত সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন আশ্বাস প্রদান করেন।

একই সাথে উপজেলার সমন্বয় সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে