সেই আচরণের জন্য মেসির দুঃখ প্রকাশ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩; সময়: ২:১০ অপরাহ্ণ |
খবর > খেলা
সেই আচরণের জন্য মেসির দুঃখ প্রকাশ

পদ্মাটাইমস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর্দা নামার প্রায় দেড় মাস পর নেদারল্যান্ডসের কোচকে ইঙ্গিত করে বিতর্কিত গোল উদযাপনের জন্য দুঃখ প্রকাশ করেছেন লিওনেল মেসি।

ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তারা। তবে উত্তেজনায় পরিপূর্ণ ঐ ম্যাচটি ছিল বেশ বিতর্কিত। আর এতে দুই দলের ফুটবলাররা কয়েকবার মুখোমুখি অবস্থানে চলে যায়।

তবে ঝামেলাটা বাঁধে ম্যাচের ৭৩ মিনিটে ট্রাইবেকারে পাওয়া মেসির গোলের পর। গোল উদযাপন করতে নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গালের সামনে গিয়ে তাকে ইঙ্গিত করে দুই হাত কানের কাছে তুলে নিয়ে বাজে উদযাপন করেন মেসি।

মূলত এমন আচরণের জন্য বিশ্ব মিডিয়ায় বেশ সমালোচিত হন এলএম টেন। যদিও সেসময় উল্টো অভিযোগ করে বলা হয়, ম্যাচ শুরুর আগে কথা বলতে গিয়ে আর্জেন্টিনাকে নাকি অসম্মান করেছিলেন ফন গাল।

প্যারিসে অ্যান্ডি কুজনেটজফকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি জানি ফন গাল কী বলেছিলেন। তবে, সেই ঘটনাটি (গোল উদযাপন) ওই মুহূর্তে ঘটে গিয়েছিলো।

যা আমি করেছি, তা কোনোভাবেই নিজে থেকে পছন্দ করি না। এমনকি যা ঘটেছে তার পরেও পছন্দ করছি না। ওটা ছিল ওই মুহূর্তের নার্ভাসনেসের ফসল এবং খুব দ্রুতই তা ঘটে গিয়েছিলো।’

প্রসঙ্গত, ম্যাচ শেষে লুইস ফন গালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মেসি। তবে কি নিয়ে তারা কথা বলেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফন গাল বলেছিলেন, গোল উদযাপনের সময় মেসি তাকে বলেছিলেন, ‘বোকা, তুমি কী দেখছো এভাবে, যাও এখান থেকে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে