গুরুদাসপুরে দিনব্যাপী ডায়বেটিক সমিতি ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩; সময়: ৯:০১ অপরাহ্ণ |
গুরুদাসপুরে দিনব্যাপী ডায়বেটিক সমিতি ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ ডায়াবটিক সমিতির দিক নির্দেশনায় গুরুদাসপুর ডায়াবটিক সমিতি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোদন হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে গুরুদাসপুর ডায়াবটিক সমিতি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক বিশেষজ্ঞ স্ব্যাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রাজশাহী মহানগর আওয়ামীলীগের ডা.এফ.এম.এ. জাহিদ। উক্ত ক্যাম্পে এম.বি.বি.এস ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ডায়বেটিক পরীক্ষা এবং দরিদ্র রোগীদের জন্য ডায়বেটিকের প্রয়োজনীয় ঔষধপত্র ফ্রি প্রদান করা হয়েছে। গুরুদাসপুর আনোয়ার হোসেন চক্ষু হাসপাতালের স্বত্বাধিকারী এবং পরিচালক ডাঃ মোহাম্মদ আলীর উদ্যোগে গুরুদাসপুর ডায়বেটিক সমিতি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মো.জাহিদুল ইসলাম সরকার, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল মতিন মাষ্টার, ভাইচ চেয়ারম্যান মো.আলাল শেখ,গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মো.রেজাউল করিম সবুজ ফকির প্রমুখ। এসময় এলাকার শতাধিক দরিদ্র রোগীদের এই সেবা প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে