রাজশাহীতে র্যাবের মহাপরিচালকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩; সময়: ৮:৫৬ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : র্যাব -৫ রাজশাহীর উদ্যোগে রাজশাহীতে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন, বিপিএম (বার) পিপিএম।
র্যাব-৫ রাজশাহী আয়োজনে সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে রাজশাহী নগরীর উপকন্ঠ কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন র্যাবের মহাপরিচালক।
এসময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক (অপারেশন) কর্নেল মোঃ কামরুল হাসান, পিপিএম, এএফডব্লিসি, পিএসসি ও র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার, পিএসসি, জি সহ অন্যান্য অফিসার সদস্য বৃন্দরা।