মোহনপুরে আদালতের শোকজ নোটিশ উপেক্ষা করে পাকা বাড়ী নির্মাণের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩; সময়: ৬:৩০ অপরাহ্ণ |
মোহনপুরে আদালতের শোকজ নোটিশ উপেক্ষা করে পাকা বাড়ী নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার আদালতের শোকজ নোটিশ উপেক্ষা করে পাকা বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহীর মোহনপুর থানা সহকারী জজ মোকদ্দমা নং-১১/২৩ অঃ প্রঃ সূত্রে জানা গেছে, উপজেলার তশোপাড়া গ্রামের মৃত গলিম উদ্দিন গাইনের ছেলে রইচ উদ্দিন গাইন বাদী হয়ে মৃত সোলাইমান ছেলে মামুনুর রশিদ রাসেল, দেলোয়ার হোসেন (দুলাল) দিংদের বিবাদী করে একটি মোকদ্দমা দায়ের করেন। থানা-মোহনপুর,মৌজা-তশোপাড়া,জেএল নং-৩৪৭, আর এস খতিয়ান নং-২১১, জমির পরিমাণ-২.৪৯ একর এবং আর এস খতিয়ান নং-৫৮ জমির পরিমাণ-১.৪১ একর। দুই খতিয়ানভুক্ত সম্পত্তিকে কেন্দ্র করে বিবাদীদেরকে সংশ্লিষ্ট আদালত থেকে শোকজ করা হয়।

কিন্তু বিবাদী মামুনুর রশিদ রাসেল আদালতের শোকজ নোটিশ উপেক্ষা করে উক্ত-আর এস খতিয়ান নং -২১১ ভুক্ত আর এস দাগ নং- ১১৭৬, রকম বাড়ী(বর্তমান খলিয়ান) পরিমাণ-.৬২০০সহাঃ কাত.০৮০০ সহাঃ সম্পতিতে পাকা বাড়ী নির্মাণ কাজ শুরু করেন। আদালতের শোকজ নোটিশ উপক্ষো করে বাড়ী নির্মাণ কাজ শুরু করলে বাদী রইচ উদ্দিন দিং বাড়ীর নির্মাণ কাজ বন্ধ করতে সোমবার ৩০ জানুয়ারী/২৩ মোহনপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে