পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৯ আহত ৮৩

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩; সময়: ৩:৫৩ pm |
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৯ আহত ৮৩

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের একটি মসজিদে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯০ জনেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে মবার দুপুর ১ টা ৪০ মিনিটে পেশোয়ারের পুলিশ লাইন এলাকার ওই মসজিদটিতে যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তখন জোহরের নামাজ চলছিল সেখানে; আর পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখাপাত্র মোহাম্মদ আসিম।

জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি নামাজের সময় সামনের কাতারে অবস্থান করছিলেন। খবর ডন ও জিও নিউজ।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিস্ফোরণে শতাধিক মুসল্লি আহত হন, যাদের মধ্যে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে আত্মঘাতী হামলাকারী বেঁচে আছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

ডন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটায় হামলাকারী। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে