সাগরে লঘুচাপ, কেমন থাকবে সারা দিনের আবহাওয়া

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩; সময়: ১০:৩০ পূর্বাহ্ণ |
সাগরে লঘুচাপ, কেমন থাকবে সারা দিনের আবহাওয়া

পদ্মাটাইমস ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এরই মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে রাজধানীসহ সারা দেশে দিনভর তাপমাত্রা আগের দিনের মতোই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে।

একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমে যেতে পারে। ফলে দিনভর কিছুটা উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও সন্ধ্যা নাগাদ আবারও শীতের অনুভূতি তীব্রতর হতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায়ও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৫ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা কমে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে