ঘোষনা ছাড়াই অফিসে আসেননি বাঘা সাব রেজিষ্ট্রার

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
ঘোষনা ছাড়াই অফিসে আসেননি বাঘা সাব রেজিষ্ট্রার

নিজস্ব প্রতিবেদক, বাঘা : সপ্তাহের দুইদিন রোববার ও সোমবার চলে বাঘা সাব রেজিষ্ট্রি অফিস। পূর্ব ঘোষনা ছাড়াই এ সপ্তাহের রোববার (২৯ জানুয়ারি) অফিসে আসেননি বাঘা সাব রেজিষ্ট্রার। যার কারণে জমি রেজিষ্ট্রি করতে আসা লোকজন হয়রানির স্বিকার হয়ে ফিরে গেছেন।

তাদের একজন মিলিক বাঘা গ্রামের মকরম আলী। তিনি জানান, অফিস বন্ধ থাকবে, তা জানা ছিল না। জমি রেজিষ্ট্রি করতে এসে দলিল লেখক(মহরার) এর মাধ্যমে জানতে পারেন সাব রেজিষ্ট্রার আসবেন না।

সরেজমিন রোববার সাব রেজিষ্ট্রার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। দলিল লেখকদের কার্যালয়ে গিয়ে দেখা যায়,২/১জন দলিল লেখার কাজ করলেও অলস বসে ছিলেন অনেকেই।

সহকারি (পেশকার) মুসলিমা খাতুনের নিকট সাব রেজিষ্ট্রারের না আসার কারণ জানতে চাইলে বলেন, বিষয়টি নিয়ে স্যারের সাথেই কথা বলেন। দুইদিনে দলিলের সংখ্যা জানতে চাইলে বলেন, গড়ে ৭০-৮০ টি দলিল হয়।

দলিল লেখক সমিতির সাবেক সাধারন সম্পাদক মমিনুল হকসহ অনেকেই জানান,অফিস বন্ধ থাকবে এমন কোনো পূর্ব ঘোষণা ছিল না। তারা জানান, আগে থেকে ঘোষণাও দেওয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে দলিল লেখকদের অনেকেই বলেছেন,দলিল লেখক সমিতির সভাপতি-সাধারন সম্পাদক না থাকার কারণে হয়তো স্যার(সাব-রেজিষ্ট্রার) আসেননি। তবে এমন কথার তেমন কোন ভিত্তি পাওয়া যায়নি।

সমিতির সভাপতি আনোয়ার হোসেন মিল্টন জানান, বিষয়টা সাব রেজিষ্ট্রারের। বিশেষ কোন কারণে হয়তো আসতে পারেননি। বাঘা সাব রেজিষ্ট্রার নকিবুল আলম এর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় কথা হলে বলেন,শারিরিক অসুস্ততার কারণে অফিসে যেতে পারেননি। বিষয়টি অফিসে জানানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে