জনসভায় এসে আখের রসে তৃষ্ণা মেটাচ্ছে নেতাকর্মীরা
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩; সময়: ৩:৩৯ pm |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা শুরু হয়েছে। এই জনসভায় ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হওয়ায় মাঠের বাইরে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।
মাত্র কয়েক দিন আগে রাজশাহীতে প্রচন্ড ঠান্ডা দেখা দিলে জনজীবনে প্রভাব পড়ে।
গত কয়েকদিন ধরে রাজশাহীতে গরমের আবহাওয়া বিরাজ করছে।
জনসভায় নেতাকর্মীরা এসে গরম অনুভব করলে তৃষ্ণা নিবারণের জন্য পান করছে আখের রস ।
নাটোর থেকে আসা আওয়ামী লীগকর্মী অনিকুর রহমান বলেন, বেলা ১২ টার দিকে মহানগরীর তালাইমারি থেকে হেঁটে জনসভায় এসেছি। জনসভায় জায়গা না হয় পদ্মা পাড়ে এসে আখের রস পান করে শরীরের ক্লান্তি ও তৃষ্ণা নিবারণের চেষ্টা করছি।
শুধু অনিকুর রহমান না এমনিভাবে জনসভায় আসা অনেক আখের রস, জুস, শসাসহ বিভিন্ন খাবার খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করছি।