কৃষ্ণাঙ্গ হত্যা : যুক্তরাষ্ট্রে পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩; সময়: ১:৪৫ pm |
কৃষ্ণাঙ্গ হত্যা : যুক্তরাষ্ট্রে পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত

পদ্মাটাইমস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও চারজন গুরুতর আহতের ঘটনায় স্থানীয় পুলিশের একটি বাহিনীকে বিলুপ্ত করা হয়েছে।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ সাতজনের মধ্যে নিহত তিনজন একটি গাড়িতে ছিলেন। বাকি চারজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। আহতদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

চলতি মাসে যুক্তরাষ্ট্রে চতুর্থবারের মতো বন্দুক হামলা এটি। সম্প্রতি আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ায়, আতঙ্কে আছে যুক্তরাষ্ট্রের জনগণ।

এদিকে, কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলস নির্যাতন ও নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদের মুখে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের বিশেষ স্করপিয়ন ইউনিট স্থায়ীভাবে বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি, নিকোলস হত্যার ঘটনায় প্রতিবাদ চলছে সারা যুক্তরাষ্ট্রে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে