নানা রঙে রেঙেছে জনসভার মাঠ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩; সময়: ১:১৬ অপরাহ্ণ |
নানা রঙে রেঙেছে জনসভার মাঠ

আব্দুল বাতেন : রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাসের কমতি নেই। প্রায় এক মাস আগে থেকেই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চলে প্রস্তুতি। আবশেষ সেই বরণের প্রহর শেষে আজ রোববার আসছেন প্রধানমন্ত্রী। দুপুর ২ টার দিকে ভাষণ দিবেন দেশরত্ন শেখ হাসিনা।

শেখ হাসিনার সভাস্থলে হাজার হাজার নারী কর্মীরা ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে সভাস্থলে যোগ দিচ্ছেন। সভায় নরীরা নানান রঙ্গে শাড়ী ও ক্যাপ পড়ে সভায় যোগ দিয়েছেন। নারীরা সবুজ, কমলা, লাল, নীল শাড়ী ও ক্যাপ পড়ে সজ্জিত হয়ে পুরো মাঠে সভা ছড়াচ্ছে তারা।

এছাড়াও বিভিন্ন বয়সের ছেলেরা মাথায় ফিতা, টিশার্ট ও ক্যাপ পড়ে গানের তালে তালে প্রবেশ করছেন মাঠে। মাঠের ভেতরে কর্মীদের উচ্ছ্বাসিত রাখতে পরিবেশন করা হচ্ছে সংগীত। প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল গানে গেয়ে মাঠে আন্দন্দের জোয়ারে ভাসিয়ে দিয়েছে।

গান আর নানান রঙে পোষাক রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে