প্রধানমন্ত্রীর জনসভায় আগতদের জন্য সুপেয় পানির ব্যবস্থা

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩; সময়: ১:০৬ অপরাহ্ণ |
প্রধানমন্ত্রীর জনসভায় আগতদের জন্য সুপেয় পানির ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আগত জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার সকাল থেকে রাজশাহী মহানগরীর ১৩টি স্পটে ১৩টি গাড়ি করে ১ লাখ ৫০ হাজার বোতল পানি বিতরণ করা হয়। জনসভায় আগত সবার মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় এই পানি।

রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড়, ঘোষপাড়া মোড়, সদর হাসপাতাল মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, রেল স্টেশন, বন্ধগেট, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর, কুমারপাড়াস্থ মহানগর দলীয় কার্যালয়, সাগরপাড়া বটতলা, জয় বাংলা চত্ত্বর, লালনশাহ মুক্তমঞ্চ, তালাইমারি মোড়সহ শহরের বিভিন্ন জায়গায় এই পানি বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রায় ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজশাহীতে আসছেন। দিনব্যাপী এই সফরে ১ হাজার ৩১৭ কোটি টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

এছাড়াও এই দিনই ৩৭৬ কোটি টাকার আরও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান।

এরপর বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে প্রধানমন্ত্রী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৩৮তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিস সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে