এনায়েতপুরে রুপসী মাদ্রাসার মসজিদ-ই-নুরের নির্মান কাজের উদ্বোধন
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩; সময়: ৩:৪৬ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপসী মিফতাহুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মসজিদ-ই-নুর এর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে অতিথি হিসেবে দৃষ্টিনন্দন মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ আব্দুস সালাম ও আমেরিকা প্রবাসী প্রকৌশলী ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
এর আগে এ উপলক্ষে সুধি সমাবেশে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিউরো সার্জন হাসপাতালের অধ্যাপক ডাঃ শফিকুল ইসলাম, বিশ্ষ্টি ব্যবসায়ী মেরাজুল ইসলাম স্বপন, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, গোলাম হোসেন গোলাপ, জাকারিয়া তৌহিদ তমাল, প্রমুখ বক্তব্য রাখেন। এতে এনায়েতপুর থানার বিভিন্ন শ্রেনী পেশার মুসুল্লীরা অংশ গ্রহন করেন। পরে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়।