মহাদেবপুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩; সময়: ৩:১১ pm |
মহাদেবপুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : “মানবতার সেবাই আমরা, একটু উষ্ণতার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে সর্ব মঙ্গলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের উদ্যোগে দুইশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মহাদেবপুর সর্ব মঙ্গলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।

সর্ব মঙ্গলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রবিউল আলম বুলেট, সহকারি প্রধান শিক্ষক সেলিনা আক্তার, শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের উদ্যোক্তা ৯৭ ব্যাচের মো. শিহাব রায়হান, সোহেল রানা, সুমন সিং, শামীম, উৎপল, হাসমত, মাসুদ, সজীব, নয়ন, কাদের, সাজ্জাদ প্রমূখ।

উদ্যোক্তারা জানান, এবার ২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছে মহাদেবপুরে সর্ব মঙ্গলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের ছাত্র-ছাত্রীরা।

আগামীতে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে