গুরুদাসপুরে রাইচ মিলের ফিতায় জড়িয়ে চালকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩; সময়: ৩:০১ অপরাহ্ণ |
গুরুদাসপুরে রাইচ মিলের ফিতায় জড়িয়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে নুর মুছাইক রাইচ মিলের ফিতায় জড়িয়ে মিলের ড্রাইভার রমজান আলী (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুদাসপুর থানা পুলিশ ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করেছেন।

শনিবার (২৮জানুয়ারি) সকল ১১ টার দিকে গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি হাজি বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত রমজান আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর বীর বাজার ইমাদারপাড়া এলাকার মৃত বয়েন আলীর ছেলে। নিহত রমজান আলীর পরিবারে তিন ছেলে ও স্ত্রী রয়েছেন।

স্থানীয়রা জানায়, রমজান আলী দক্ষিণ নারীবাড়ি হাজি বাজার এলাকার নূর মুসাইফ রাইচ মিলে প্রায় দেড় বছর ধরে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন। শনিবার সকাল থেকে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন রমজান।

এক পর্যায়ে চলন্ত মেশিনে ফিতায় আঠা দেওয়ার সময় অসাবধানতাবসত তার পড়নের কাপড় ফিতায় ছড়িয়ে পড়ে। এসময় রমজান আলীর দেহ ফিতার সাথে মুড়িয়ে মুর্হুতেই দেহ ক্ষত-বিক্ষত হয়ে যায়। রমজান আলীর মুখমন্ডল বোঝাগেলেও শরীরটি বিচ্ছিন্ন হয়ে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে।

নূর মুসাইফ রাইচ মিলের স্বত্বাধিকারি নাজিম উদ্দিন বলেন, দির্ঘদিন ধরে তার রাইচ মিলে রমজান আলী ধান ভাঙ্গানোর কাজ করছিলেন। ঘটনার সময় অসাবধানতা বসত ফিতায় জড়িয়ে রমজানের মৃত্যু ঘটেছে। রাইচ মিলের পক্ষ থেকে রমজানের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তা লাশটি উদ্ধার করে। এঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে নিহত রমজান আলীর মৃত দেহটি হস্তান্তর করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে