জাবিতে মধ্যরাতে উপাচার্য ভবনের সামনে ছাত্রীদের বিক্ষোভ

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩; সময়: ১০:২৭ পূর্বাহ্ণ |
জাবিতে মধ্যরাতে উপাচার্য ভবনের সামনে ছাত্রীদের বিক্ষোভ

পদ্মাটাইমস ডেস্ক : আসন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে টালবাহানার অভিযোগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেচ্ছা হলের ছাত্রীরা।

দিবাগত রাত দেড়টার দিকে ফজিলাতুন্নেচ্ছা হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য ভবনের সামনে যান শিক্ষার্থীরা। পরে হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি আশ্বাস দিলে আজ শনিবার ভোর ৪টার দিকে উপাচার্য ভবন থেকে সরে যান তারা।

ছাত্রীদের দাবিগুলো মধ্যে রয়েছে—নতুন হলের নাম হবে ফজিলাতুন্নেচ্ছা, এখনই লটারির মাধ্যমে কক্ষ বরাদ্দ দিতে হবে, আসন বরাদ্দের পর অন্য শিক্ষার্থীদের আসন দিতে হবে এবং হলে কোনো রাজনৈতিক ব্লক থাকা যাবে না।

ছাত্রীরা বলছেন, ‘নতুন হলে আসন বরাদ্দ দেওয়ার কথা বলা হলেও দীর্ঘদিন কোনো সংস্কার কাজ করা হচ্ছে না। শিক্ষার্থীরা কষ্টে রয়েছেন। প্রশাসন বারবার আশ্বাস দিয়েও হলে ওঠানোর নামে টালবাহানা করে যাচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ২৮ তারিখ নতুন হলে স্থানান্তর করা হবে। এখন সেই তারিখ পরিবর্তন করা হলো। যেখানে অন্য শিক্ষার্থীদের আগে আমাদের আসন বরাদ্দ দেওয়ার কথা ছিল, এখন শুনছি সেটাও নাকি হবে না।’

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, ‘ছাত্রীদের স্থানান্তরের দাবি আমরা মেনে নিয়েছি। শনিবার নতুন হলে তাদের স্থানান্তর করা হবে। নতুন হলে পলিটিক্যাল ব্লক থাকবে না। তবে হলের নামকরণের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে