নওহাটা পৌরসভায় মেয়র কাপ ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ৭:৪৭ pm |
খবর > খেলা
নওহাটা পৌরসভায় মেয়র কাপ ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওহাটা পৌরসভায় ৪র্থ মেয়র কাপ ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কাজীপাড়া শান্তি সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ডে-নাইট মিনিবার ফুটবল এ টুর্নামেন্টে বিজয়ী হয় ইসলামপুর একাদশ ও রানারআপ হয় সাইদা হক মোটরস লিমিটেড।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন। খেলার উদ্বোধক ছিলেন নওহাটা পৌরসভার মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।

কাজীপাড়া শান্তি সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি কাজী আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নওহাটা প্যালেন মেয়র-১ ও নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, পবা উপজেলা ক্রীড়া সম্পাদক সোহাগ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিঠু আলী, আলহাজ্ব আবুল কালাম আজাদ, কাজী সাইদুর রহমান, গোলাম মুর্তুজা, আওয়ামী লীগ নেতা কাজী মোজাম্মেল।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে