সিরাজগঞ্জে পল্লী বিদ্যু সমিতির পরিচালক হিসেবে ফারুকের দায়িত্বভার গ্রহন

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ৫:৩৪ pm |
সিরাজগঞ্জে পল্লী বিদ্যু সমিতির পরিচালক হিসেবে ফারুকের দায়িত্বভার গ্রহন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর (শাহজাদপুর উপজেলার ৭ নম্বর অঞ্চল -চৌহালীর স্থল ও ঘোরজান ইউনিয়ন) এর নবনির্বাচিত পরিচালক হিসেবে বিশিষ্ট তাঁত ব্যবসায়ী ফারুক হোসেন দায়িত্ব গ্রহন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সমিতির উল্লাপাড়া প্রধান কার্যালয়ে দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী খন্দকার খাদেমুল ইসলাম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম রমেন রায়, ডিজিএম আজিজুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আনুষ্ঠানিক ভাবে ফারক হোসেনকে পল্লী বিদ্যুৎ সমিতি সিরাজগঞ্জ-১ অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব দিয়ে শপথ পাঠ করানো হয়। এর আগে তিনি বিনাপ্রতিদ্বিন্ধীতায় পরিচালক নির্বাচিত হন।

ফারুক হোসেন জানান, প্রথম বারের মত আমি পরিচালক হিসেবে বিনাপ্রতিদ্বিন্ধীতায় নির্বাচিত হয়েছি। এজন্য সকল গ্রাহকদের প্রতি কৃতজ্ঞ আমি। চেষ্টা থাকবে গ্রাহকদের অধিকার রক্ষায় সৎ ও নিরলস ভাবে দায়িত্ব পালনের। এজন্য আমি সবার সহযোগীতা চাই। এদিকে নব নির্বাচিত পরিচালক ফারুক হোসেনকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে