উৎপাদন ঠিক রাখতে কৃষির যান্ত্রিকীকরণ গুরুত্বপূর্ণ : কৃষিমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ৫:৩৭ অপরাহ্ণ |
উৎপাদন ঠিক রাখতে কৃষির যান্ত্রিকীকরণ গুরুত্বপূর্ণ : কৃষিমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ প্রকৃতিগতভাবেই দুর্যোগপ্রবণ দেশ। তাই উৎপাদন ঠিক রাখতে হাওরের ৭০ শতাংশ এলাকায় কৃষিতে আমরা ভর্তুকি দিয়েছি। উৎপাদন ঠিক রাখার জন্য আমাদের আধুনিক ও কৃষির যান্ত্রিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইন্দো-বাংলাদেশ এগ্রি মেকানিসেশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কের শীর্ষে আছে। ভারতে রপ্তানি আরও বাড়াতে চায় বাংলাদেশ। শুধু দুই দেশের আধুনিক প্রযুক্তি উন্নয়নে নয়, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে এ সামিট ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ১৯৭৩ সালে জাতির পিতার যুগান্তকারী উদ্যোগে ৪০ হাজার বিদ্যুৎ চালিত পাম্প, ২ হাজার ৯০০ গভীর নলকূপ ও ৩ হাজার যান্ত্রিক টিউবওয়েল কৃষকদের বিতরণ করা হয় খুবই কম মূল্যে। সেটাই ছিল বাংলাদেশে আধুনিক কৃষির শুরু।

ড. আব্দুর রাজ্জাক বলেন, শিল্পায়নের কারণে প্রতিবছর এক শতাংশ করে আবাদি জমি কমছে। কাজেই দেশে আবাদি জমি রক্ষায় পুরোনো কৃষি পদ্ধতি বদলানোর কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মা, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে